মাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার - BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News । Bangla News

BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News ।  Bangla News

The Latest News from the BD and Around the World। Newspaper । Daily Star

Post Top Ad

Post Top Ad

Sunday, October 20, 2019

মাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

মাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার


মাদকাসক্ত ভাই কুপিয়ে হত্যা করেছে মাকে। এই খবর শুনে ছুটে এসেছেন বোন সালমা আক্তার। ছবিটি আজ রোববার বাগেরহাট শহরের বাসাবাটি এলাকা থেকে তোলা। ছবি: ইনজামামুল হক
মাদকাসক্ত ভাই কুপিয়ে হত্যা করেছে মাকে। এই খবর শুনে ছুটে এসেছেন বোন সালমা আক্তার। ছবিটি আজ রোববার বাগেরহাট শহরের বাসাবাটি এলাকা থেকে তোলা। ছবি: ইনজামামুল হক

মাদকাসক্ত ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকে। হত্যার পর নিজের কক্ষেই শুয়ে ছিলেন তিনি। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ রোববার সকাল ৮টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত মায়ের নাম রাবেয়া মল্লিক (৬৫)। তাঁর স্বামীর নাম শাহজাহান মোল্লা। গ্রেপ্তার রাসেল মোল্লা ওরফে শুকুর (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে পুলিশ ও পরিবার জানিয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নতুন একটি মোবাইল ফোনসেট চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল সাংবাদিকদের বলেন, রাসেল নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি তাঁর মায়ের কাছে নতুন মোবাইল ফোনসেট চেয়েছিলেন। তা না পেয়ে নেশাগ্রস্ত ছেলে ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর মাকে হত্যা করেন। রাসেল মায়ের কাছে নেশার টাকা অথবা মোবাইল ফোনসেট চেয়ে না পেয়ে হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

রাবেয়ার মুখমণ্ডল ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে নাজমা আক্তার বলেন, ‘আমার মা রাবেয়া ও ছোট ভাই রাসেল দোতলা বাড়িতে বসবাস করতেন। মা থাকতেন নিচতলায় আর ভাই দোতলায়। আজ সকাল সাড়ে ৭টার দিকে আমি মাকে ফোন করি। মায়ের সঙ্গে এটাই ছিল আমার শেষ কথা। এরপর শুনি মা খুন হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই রাসেল স্কুলে পড়ার সময় থেকে খারাপ বন্ধুদের সঙ্গে মিশে নেশায় আসক্ত হন। তাঁকে বেশ কয়েকবার আমরা চিকিৎসা করিয়েছি। চিকিৎসার পর কিছুদিন স্বাভাবিক থাকে। পরে আবার যা তাই। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি মাদকাসক্ত। তাঁর নেশার টাকার জোগান দিতে দিতে পরিবারের সবাই ছিল অতিষ্ঠ। টাকা না পেলেই মাকে মারধর করতেন। গত প্রায় ৭-৮ মাস মা সব সময় ছেলের ভয়ে ঘরে দরজা আটকে থাকতেন।’


সূত্র: প্রথমআলো

No comments:

Post a Comment

Post Top Ad