আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল
![]() |
আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে ‘গিটার জাদুকর’ নামের এই গানটির অডিও-ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন।
বাংলাটিভি’র সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
গানটির কথা হলো- গিটার মানে তুমি/ আর তুমি মানেই গিটার/ তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার/ মূল্য আছে কি তার/ তুমি প্রতিটি মনের গল্প বলেছো/ কত যে গানে গানে/ মহাকাল ধরে এগোবে সময়/ তোমারি সুরের টানে...।
আজ চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘লাভেলো-কি আনন্দ উৎসব’। এস আই টুটুল জানালেন, আজ এই অনুষ্ঠানে তিনি গান গাইবেন। বললেন, ‘এই কিশোরদের সামনে আইয়ুব বাচ্চুকে তুলে ধরব। তাঁর কথা শোনাব। তাঁর গল্প বলব। তাঁর গান শোনাব। গানে আর কথায় কি আনন্দ উৎসবে আমার বসকে শ্রদ্ধা জানাব। এ ছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের জামালখানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে থাকব।’
এরপর নিজের একক কেরিয়ার গড়ে তোলেন এস আই টুটুল। পাশাপাশি নতুন ব্যান্ড গড়েন। তাঁর ব্যান্ডের নাম ‘ফেস টু ফেস’। একক কেরিয়ার গড়তে এসে সফল হন তিনি। এ পর্যন্ত দেশে ও বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তাঁর গাওয়া এবং সুর করা অসংখ্য গান পেয়েছে দারুণ জনপ্রিয়তা।
এদিকে চ্যানেল আইয়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতি দহন’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন আমীরুল ইসলাম, পরিচালনা করেছেন জামাল রেজা। আড্ডায় অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল, এলআরবির বেস গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গী সাইদুল হাসান স্বপন, এলআরবির জনপ্রিয় অনেক গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান। গত এক বছরে তাঁদের প্রিয় আইয়ুব বাচ্চুর না থাকা, না পাওয়া স্মৃতির দহনের গল্প শোনাবেন এই অনুষ্ঠানে। তাঁদের আলাপে উঠে এসেছে আইয়ুব বাচ্চুর সঙ্গে অভিমান, আইয়ুব বাচ্চুর কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যৎসহ নানা প্রসঙ্গ।




No comments:
Post a Comment