আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল - BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News । Bangla News

Breaking

BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News ।  Bangla News

The Latest News from the BD and Around the World। Newspaper । Daily Star

Post Top Ad

Post Top Ad

Friday, October 18, 2019

আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল

আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল

সেই পুরোনো এলআরবি। ছবি: সংগৃহীত
সেই পুরোনো এলআরবি। ছবি: সংগৃহীত
আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে ‘গিটার জাদুকর’ নামের এই গানটির অডিও-ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন।
বাংলাটিভি’র সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
গানটির কথা হলো- গিটার মানে তুমি/ আর তুমি মানেই গিটার/ তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার/ মূল্য আছে কি তার/ তুমি প্রতিটি মনের গল্প বলেছো/ কত যে গানে গানে/ মহাকাল ধরে এগোবে সময়/ তোমারি সুরের টানে...।
ব্যান্ড সংগীতের কিংবদন্তি ও এলআরবির প্রধান আইয়ুব বাচ্চুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম শহরের চৈতন্যগলি কবরস্থানে আইয়ুব বাচ্চুর কবর জিয়ারত করতে যান তাঁর অনেক দিনের সঙ্গী আরেক সংগীত তারকা এস আই টুটুল। এ সময় তাঁর চোখ ছিল ভেজা।
কবরস্থান থেকে বেরিয়ে তিনি প্রথম আলোকে বললেন, ‘আজ মনটা খুব টানল। আজকের এই দিনে আমি বসের কাছে এসেছি। তাঁর কবর জিয়ারত করেছি। এখানে অনেকটা সময় চুপ করে দাঁড়িয়ে থেকেছি। বসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজ আমাকে যা দেখছেন, তা আমার এই বসের অবদান। বস ছাড়া আমি শূন্য।’
আইয়ুব বাচ্চুর সঙ্গে এস আই টুটুলের যোগাযোগ সেই ১৯৮৭ সাল থেকে। এস আই টুটুলের কথায়, ‘তখন থেকে বসের সঙ্গে আমি চলতাম। তাঁর গানের সঙ্গে বাজাতাম। তাঁর পেছনে পেছনে ঘুরতাম।’

আজ চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘লাভেলো-কি আনন্দ উৎসব’। এস আই টুটুল জানালেন, আজ এই অনুষ্ঠানে তিনি গান গাইবেন। বললেন, ‘এই কিশোরদের সামনে আইয়ুব বাচ্চুকে তুলে ধরব। তাঁর কথা শোনাব। তাঁর গল্প বলব। তাঁর গান শোনাব। গানে আর কথায় কি আনন্দ উৎসবে আমার বসকে শ্রদ্ধা জানাব। এ ছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের জামালখানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে থাকব।’
এস আই টুটুল ছিলেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি এলআরবিতেই ছিলেন। বললেন, ‘তখন বসকে বললাম, আমি নিজে কিছু করব। আমাকে ছুটি দেন। তিনি আমাকে ছুটি দিলেন।’

এরপর নিজের একক কেরিয়ার গড়ে তোলেন এস আই টুটুল। পাশাপাশি নতুন ব্যান্ড গড়েন। তাঁর ব্যান্ডের নাম ‘ফেস টু ফেস’। একক কেরিয়ার গড়তে এসে সফল হন তিনি। এ পর্যন্ত দেশে ও বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তাঁর গাওয়া এবং সুর করা অসংখ্য গান পেয়েছে দারুণ জনপ্রিয়তা।
এস আই টুটুল আরও বলেন, ‘আমার একজন জন্মদাতা বাবা আছেন, যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন। কিন্তু আমার আরেকজন বাবা ছিলেন আইয়ুব বাচ্চু, যিনি আমাকে মিউজিকের জগতে জন্ম দিয়েছেন। তাঁর ছায়া না পেলে, কোনো দিন আজকের টুটুল হতাম না। বাচ্চু ভাইয়ের কাছ থেকে দূরে গিয়েও আমি তাঁর ছায়া কাটাতে পারিনি। লোকে আমাকে এলআরবির টুটুল বলেই চিনে এসেছে সব সময়।’

এদিকে চ্যানেল আইয়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতি দহন’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন আমীরুল ইসলাম, পরিচালনা করেছেন জামাল রেজা। আড্ডায় অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল, এলআরবির বেস গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গী সাইদুল হাসান স্বপন, এলআরবির জনপ্রিয় অনেক গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান। গত এক বছরে তাঁদের প্রিয় আইয়ুব বাচ্চুর না থাকা, না পাওয়া স্মৃতির দহনের গল্প শোনাবেন এই অনুষ্ঠানে। তাঁদের আলাপে উঠে এসেছে আইয়ুব বাচ্চুর সঙ্গে অভিমান, আইয়ুব বাচ্চুর কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যৎসহ নানা প্রসঙ্গ।

সূত্র: প্রথমআলো, দ্যা ডেইলি স্টার

No comments:

Post a Comment

Post Top Ad