ঘরোয়া ক্রিকেটে খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে: সাকিব - BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News । Bangla News

Breaking

BD Trends 24 । Breaking News । Latest News । Headlines । News ।  Bangla News

The Latest News from the BD and Around the World। Newspaper । Daily Star

Post Top Ad

Post Top Ad

Monday, October 21, 2019

ঘরোয়া ক্রিকেটে খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে: সাকিব

ঘরোয়া ক্রিকেটে খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে: সাকিব


সাকিব আল হাসান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাকিব আল হাসান: ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ঘরোয়া ক্রিকেট নিয়েই যেহেতু অনেক কথা হচ্ছে। সেহেতু বলতে চাই, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগের খেলার মান আমরা সবাই জানি। পত্র-পত্রিকায়ও অনেক সময় এসেছে, খেলতে যাওয়ার আগেই খেলোয়াড়রা যেনে যায় কোন দল জিতবে আর কোন দল হারবে। এটা আসলে খুবই দুঃখজনক। এই সমস্যার সমাধান করতে হবে।

পারিশ্রমিকসহ ১১টি দাবি নিয়ে জোট বেঁধেছেন দেশের সব ক্রিকেটার। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি তুলে ধরেন সাকিব-তামিমরা।
এদিন বিশ্বসেরা এ অলরাউন্ডার আরও বলেন, একটা ক্রিকেটারের ক্যারিয়ারে অনেক বিষয় থাকে। একটা ভালো প্লেয়ার ভালো বলে সে আউট হতেই পারে। কিন্তু সে যদি একটা বাজে সিদ্ধান্তের কারণে আউট হয় তাহলে সে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এতে করে আমাদের ক্রিকেটার তৈরির যে পাইপলাইন আছে তা বন্ধ হয়ে যাবে।
সাকিব আরও বলেন, সাকিব বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা আর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাচ্ছি না।

সূত্র: যুগান্তর

No comments:

Post a Comment

Post Top Ad